বিজিএমইএ ৯০ হাজার টি-শার্ট দিল মুজিববর্ষে
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৩-১৫ ১৩:০৫:৩৮
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ৯০ হাজার পিস টি-শার্ট দিয়েছে তৈরি পোশাক খাতের সংগঠন বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)।
রোববার (১৫ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে এ টি-শার্ট প্রদান করা হয়।
বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরীর কাছে এ টি-শার্ট তুলে দেন।
প্রধান সমন্বয়ক বলেন, ‘মুজিববর্ষের আয়োজনের সঙ্গে যুক্ত হতে অনেক প্রতিষ্ঠান আসছে। মুজিববর্ষের উদ্বোধনী আয়োজনকে বর্ণাঢ্য করতে সব ধরনের পরিবেশ তৈরি করাই ছিল। কিন্তু বিশেষ পরিস্থিতিতে এ প্রোগ্রামটিকে আমরা ভিন্নভাবে সাজাচ্ছি। পুরো বছরজুড়ে আমাদের নানা আয়োজন থাকবে। সকলের সম্মিলিত সহায়তায় উৎসব পালিত হবে উদযাপনের সঙ্গে।’
বিজিএমইএ রুবানা হক বলেন, যত কাজ হচ্ছে, সবগুলোর মাঝে যেন বঙ্গবন্ধুর আদর্শটা থাকে। তবে তার আদর্শকে আসলে কতজন ধারণ করি, সেটাই ভাবতে হবে।
তিনি বলেন, পোশাক খাতে এখন সংগ্রামের দিন চলছে। তবুও বাঙালি কখনও পরাস্ত হওয়ার জাতি নয়। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে আমরা সামনে এগিয়ে যাব।
সানবিডি/ঢাকা/এসআই