মহাখালীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-১৫ ১৫:৪৫:১৮


রাজধানীর মহাখালীর আমতলী এলাকায় রয়েল ফিলিং স্টেশনের পাশে একটি বহুতল ভবনের সপ্তম তলায় আগুন লেগেছে। স্থানীয়দের দেয়া খবরে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগুন নির্বাপণের জন্য ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস সদরদফতরের কর্তব্যরত কর্মকর্তা এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার বেলা ২টা ৫২ মিনিটে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের দেয়া খবরে একটি টহল গাড়িসহ মোট ৬টি ইউনিট আগুন নির্বাপণের জন্য পাঠানো হয়েছে।

আগুনের কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
সানবিডি/ঢাকা/এসএস