দর বৃদ্ধির শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২০-০৩-১৫ ১৬:৪৬:১২
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৭৪৮ বারে ৫৫ লাখ ৭৭ হাজার ৬৪৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৩৮ লাখ টাকা।
দ্বিতীয় স্থানে থাকা অ্যাপেক্স স্পিনিংয়ের শেয়ার দর বেড়েছে ৬ দশমিক ৯৩ শতাংশ। কোম্পানিটি ৪ হাজার ৭২৭ বারে ১০ লাখ ৬৬ হাজার ২৬৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৩ কোটি ১৩ লাখ টাকা।
তৃতীয় স্থানে থাকা অ্যাপেক্স স্পিনিংয়ের শেয়ার দর বেড়েছে ২ দশমিক ৮১ শতাংশ। কোম্পানিটি ৯৩১ বারে ১ লাখ ৫৪ হাজার ৪১০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আজিজ পাইপসের ২ দশমিক ৫৮ শতাংশ, মতিন স্পিনিংয়ের ১ দশমিক ৭৪ শতাংশ, গ্রীন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ১ দশমিক ৫১ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্সের দশমিক ৮৮ শতাংশ, সী পার্লের দশমিক ৬২ শতাংশ, প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্সের দশমিক ৬২ শতাংশ ও শাহজালাল ইসলামী ব্যাংকের দশমিক ৫১ শতাংশ শেয়ার দর বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস