আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ
সড়ক নির্মাণে ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৩-১৬ ০৯:১৬:১০
ঢাকার সাথে নর্থওয়েস্ট আন্তর্জাতিক বাণিজ্য করিডোরের সড়ক যোগাযোগ ও দক্ষতা বৃদ্ধিসহ ভুটান, ভারত ও নেপালের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ সহজ করার লক্ষ্যে প্রায় ৪০ কোটি ডলারের অর্থায়ন করবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), প্রতি ডলার ৮৫ টাকা ধরে বাংলাদেশী মুদ্রায় যা ৩ হাজার ৪০০ কোটি টাকা। এডিবির এ ঋণ পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরে পরিশোধ করতে হবে।
রবিবার বিকালে রাজধানীর শেরে বাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলন কক্ষে এ-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। বাংলাদেশের পক্ষে ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিন ও এডিবির পক্ষে সংস্থার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মনমোহন পারকাশ এ চুক্তিতে স্বাক্ষর করেন। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে সিরাজগঞ্জের হাটিকুমরুল, রংপুরের বুড়িমারী পর্যন্ত ১৯০ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। ‘সাউথ এশিয়া সাবরিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (সাসেক) সড়ক সংযোগ প্রকল্প (২) এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি। এ ঋণের জন্য শূন্য দশমিক ১০ শতাংশ হারে ম্যাচুরিটি প্রিমিয়াম এবং অব্যায়িত অর্থের ওপর শূন্য দশমিক ১৫ শতাংশ হারে কমিটমেন্ট চার্জ দিতে হবে সরকারকে।
জানা গেছে, বেশ কয়েকটি প্যাকেজের আওতায় গুরুত্বপূর্ণ এ জাতীয় মহাসড়কটি চার লেনে উন্নীত করার কাজ চলমান। প্রকল্পটি টাঙ্গাইল-সিরাজগঞ্জ-বগুড়া-গাইবান্ধা ও রংপুর এ পাঁচ জেলাকে যুক্ত করবে। এরপর রংপুর থেকে পঞ্চগড়ের বাংলাবান্ধা পর্যন্ত সাসেক প্রকল্প-৩ কাজ শেষ হলে পাঁচ দেশের মধ্যে আন্তর্জাতিক সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে এ মহাসড়ক। আগামী ২০২৮ সালের মধ্যে সার্বিকভাবে এ প্রকল্পের কার্যক্রম শেষ হওয়ার কথা। এতে এ অঞ্চলের ২২ জেলার প্রায় পাঁচ কোটি মানুষ সরাসরি উপকৃত হবে। সড়কটি ২০১৬ সালে ৪২ লাখ যানবাহন ব্যবহার করেছে। প্রকল্পটি শেষ হলে বছরে ৮৩ লাখ ১০ হাজার যানবাহন চলাচল করতে পারবে। এডিবি ২০১২ সালে জয়দেবপুর থেকে এলেঙ্গা পর্যন্ত ৭০ কিলোমিটার রাস্তা চার লেনে উন্নীতকরণে প্রথম ১৯ কোটি ৮০ লাখ ডলার অর্থায়ন করে। সড়ক উন্নয়নে এডিবি এ পর্যন্ত ৫৮০ কোটি ডলার অর্থায়ন করেছে। বর্তমানে নয়টি প্রকল্পে প্রায় ২৪০ কোটি ডলারের প্রকল্প চলমান।
২০১৬ সালের ৬ সেপ্টেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১১ হাজার ৮৯৯ কোটি ১ লাখ ২১ হাজার টাকা ব্যয়ে ‘সাসেক সড়ক সংযোগ প্রকল্প: এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ’ শীর্ষক একটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। প্রকল্পে এশীয় উন্নয়ন ব্যাংকের সাহায্য দেয়ার কথা ছিল ৯ হাজার ৩৫৪ কোটি ৯৬ লাখ ৪১ হাজার টাকা। তারই অংশ হিসেবে গতকাল চুক্তিটি স্বাক্ষর হয়েছে।
সানবিডি/এনজে