রাজধানীর দিলকুশায় জনতা ফোয়ারা উদ্বোধন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-১৬ ০৯:৫১:০০


সরকারী সিদ্ধান্ত বাস্তবায়নকল্পে রাজধানী ঢাকার আধুনিকীকরণ, সৌন্দর্যবর্ধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে দিলকুশায় জনতা ব্যাংক চত্বরে নতুন ফোয়ারা স্থাপন করেছে জনতা ব্যাংক লিমিটেড। রবিবার ব্যাংকটির স্থানীয় কার্যালয়ের সামনে নবনির্মিত জনতা ফোয়ারা উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জনতা ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জামালউদ্দিন আহমেদ, এফসিএ এবং ব্যাংকের সিইও এ্যান্ড এমডি মোঃ আব্দুছ ছালাম আজাদ (বীর মুক্তিযোদ্ধা)। অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান এবং সিইও এ্যান্ড এমডি রাজধানীর নান্দনিক সৌন্দর্য বাড়াতে জনতা ব্যাংকের অংশগ্রহণ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

তারা ব্যাংকের শাখাগুলোর অভ্যন্তরীণ পরিবেশ পরিচ্ছন্ন রাখতে নির্দেশনা প্রদান করেন। পরে ব্যাংকের পক্ষ থেকে মুজিববর্ষের শুভেচ্ছা জানিয়ে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে জনতা ব্যাংকের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। অনুষ্ঠানে জনতা ব্যাংকের ডিএমডিবৃন্দ, মহাব্যবস্থাপকবৃন্দসহ দক্ষিণ সিটি কর্পোরেশনের উর্ধতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।