মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশনের নতুন চেয়ারম্যান একেএম সাহিদ রেজা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-১৬ ১২:১৭:১৪


মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা পরিচালক একেএম সাহিদ রেজা সম্প্রতি মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম এমপিসহ পরিচালনা পর্ষদের সদস্যরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশনের বিদায়ী চেয়ারম্যান এম আমানউল্লাহ, ব্যাংকের পরিচালক এএসএম ফিরোজ আলম, মো. আব্দুল হান্নান, আলহাজ মোশাররফ হোসেন, এমএ খান বেলাল, ব্যাংকের উদ্যোক্তা শেয়ারহোল্ডার শহিদুল আহসান, উদ্যোক্তা এসএম আব্দুল মান্নান ও প্রকৌশলী মোহাম্মদ মনসুরুজ্জামান এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী।

একেএম সাহিদ রেজা এর আগে দুই বছর মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। এছাড়া বিভিন্ন সময়ে ব্যাংকটির ইসি কমিটিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তিনি। সাহিদ রেজা রফতানিমুখী পোশাক শিল্প ও বস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান রেজা গ্রুপের চেয়ারম্যান। এছাড়া তিনি বীমা, আর্থিক সেবা, সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়াসহ বহু ব্যবসা ও শিল্পের সঙ্গে সম্পৃক্ত।