করোনাভাইরাস বিষয়ে রংপুর চেম্বারে মতবিনিময় সভা
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৩-২১ ২০:২৪:১৩
করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে রংপুর চেম্বার পরিচালনা পর্ষদের সঙ্গে রংপুরের সর্বস্তরের ওষুধ ব্যবসায়ীদের এক মতবিনিময় সভা গতকাল চেম্বার বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু।
সভায় বক্তারা অভিযোগ করেন, করোনাভাইরাসে আতঙ্কিত হওয়ায় মানুষ ফেস মাস্ক, হ্যান্ড গ্লোবভস এবং হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ডওয়াশ প্রয়োজনের অতিরিক্ত ক্রয় করার ফলে বাজারে কৃত্রিম সংকট তৈরি হয়েছে। এছাড়া পুলিশি ভীতি ও ভ্রাম্যমাণ আদালতের ভয়ের কারণে সরবরাহ কমে যাওয়ায় রংপুরে ফেস মাস্ক সংকট সৃষ্টি হয়েছে বলেও দাবি করেন তারা। তাই অহেতুক হয়রানি বন্ধ ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক থাকলে রংপুরে করোনাভাইরাস প্রতিরোধক ওষুধের মূল্যবৃদ্ধি পাওয়ার কোনো সম্ভাবনা নেই।
সভায় ব্যবসায়ীরা মানসম্মত মাস্ক কোথায় পাবে ও কী মূল্যে বিক্রি করবে, সে ব্যাপারে দিকনির্দেশনা দেয়ার জন্য প্রশাসনের আন্তরিক সহযোগিতা কামনা করেন। এছাড়া কোনো দিকনির্দেশনা না দিয়ে প্রশাসন থেকে ওষুধ ব্যবসায়ীদের ওপর অহেতুক হয়রানি বন্ধের আহ্বান জানানো হয়।
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি আব্দুল কাদের ব্যবসায়ীদের অহেতুক হয়রানি না করে প্রশাসনিকভাবে সহযোগিতা করার পাশাপাশি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান। এছাড়া করোনাভাইরাস শনাক্তকরণে বিভাগীয় শহর রংপুরে টেস্টিং ল্যাব স্থাপনের পাশাপাশি সরকারিভাবে গুণগতমান পরীক্ষা করে ফেস মাস্কের মূল্যনির্ধারণের আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় চেম্বারের সিনিয়র সহসভাপতি মোজতোবা হোসেন রিপন, পরিচালক মো. আজিজুল ইসলাম মিন্টু, মো. রিয়াজ শহীদ শোভন ও মো. মোতাহার হোসেন মওলাসহ শতাধিক ওষুধ ব্যবসায়ী উপস্থিত ছিলেন।