কর্মসংস্থান ব্যাংকের সমঝোতা স্মারক
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-১৬ ১৮:৩২:৫৯
কর্মসংস্থান ব্যাংক এবং যুব উন্নয়ন অধিদপ্তর এর মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সভা কক্ষে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
সোমবার (১৬ মার্চ) যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সভা কক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
এর প্রধান উদ্দেশ্য হল মুজিব বর্ষে যুব উন্নয়ন অধিদপ্তর হতে প্রশিক্ষণ প্রাপ্ত যোগ্য উদ্যোক্তাদের আত্নকর্মসংস্থানের জন্য ‘বঙ্গবন্ধু যুব ঋণ’ কর্মসূচির আওতায় ঋণ প্রদান করা।কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তাজুল ইসলাম এবং যুব উন্নয়ন অধিদপ্তর এর মহাপরিচালক আখতারুজজামান খান কবির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের প্রতি মন্ত্রী জাহিদ আহসান রাসেল এম পি প্রধান অতিথি এবং যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব আখতার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সরকারের সাবেক সচিব কানিজ ফাতেমা এনডিসি, যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব, যুগ্মসচিব, যুব উন্নয়ন অধিদপ্তরের যুগ্মসচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব,যুগ্মসচিব,ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সানবিডি/ঢাকা/এসআই