ইতালিতে একদিনে আরও ৩৪৯ জনের মৃত্যু
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-১৭ ১২:০৭:৩৯
প্রাণঘাতী করোনাভাইরাসে সোমবার ইতালিতে ৩৪৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত দুই মাসে করোনায় দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ১ শ’ ৫৮ জনে দাঁড়ালো। চীনের বাইরে ইতালিতে করোনায় সর্বোচ্চ সংখ্যক মৃত্যু।
দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে করোনায় আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ৯ শ’ ৮০ জন। চার দিন আগেও দেশটিতে আক্রান্ত ছিল ১৫ হাজার ১ শ’ ১৩ জন। এছাড়া গত দুই দিনেই দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ৭ শ’র বেশি জনের।
ইতালির লম্বারডি অঞ্চলেই করোনার ১৪শ’ ২০ জনের মৃত্যু হয়েছে। যা মোট মৃত্যুর ৬৬ শতাংশ।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার আবির্ভাব ঘটে। এরপর বিশ্বের ১৪৫ টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।
ইতিমধ্যে এ ভাইরাসে দেড় লক্ষাধিকের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৬ হাজারের বেশি জন।
সানবিডি/ঢাকা/এসএস