পিকআপ-নসিমন সংঘর্ষে সড়কে ঝরল ২ প্রাণ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-১৭ ১২:৪৬:০৯


পিকআপ ভ্যান ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে সিরাজগঞ্জে হাটিকমুরুল-বনপাড়া মহাসড়কে সলঙ্গা থানার গোঁজা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে পাবনায় যাচ্ছিল পিকআপ ভ্যানটি। সকাল সাড়ে ৬টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সলঙ্গা থানার গোঁজা ব্রিজ এলাকায় বিপরীতমুখী নসিমনের সঙ্গে ওই পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
সানবিডি/ঢাকা/এসএস