হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-১৭ ১৫:৩০:২৬


বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল থেকে দু-দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন হিলি পানামা পোর্ট লিঙ্কের সহকারী ব্যবস্থাপক আশিক কুমার শ্যানাল।

আশিক কুমার শ্যানাল রাইজিংবিডিকে জানান, বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সকাল থেকে দু-দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে বুধবার (১৮ মার্চ) সকাল থেকে যথানিয়মে বন্দরের আমদানি-রপ্তানি স্বাভাবিক হবে।

হিলি ইমিগ্রেশন পুলিশ উপ-পরিদর্শক (এসআই) সেকেন্দার আলী রাইজিংবিডিকে জানান, মঙ্গলবার হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। পাশাপাশি হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে করোনাভাইরাসের কারণে ভারত-বাংলাদেশে নতুন পাসপোর্ট যাত্রী পারাপার বন্ধ করে দিয়েছে ভারত সরকার। তবে যেসব পাসপোর্টধারী যাত্রীরা দুই দেশে অবস্থান করছে শুধু তাদের জন্য আজকেও পারাপার স্বাভাবিক রয়েছে।
সানবিডি/ঢাকা/এসএস