নড়াইলে  নিরাপদ সড়ক চাই নিসচা’র ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী

প্রকাশ: ২০১৫-১২-০২ ১৪:৪৬:২৪


Nirapodচালক-মালিক,যাত্রী-পথচারী ভাই ভাই,সড়ক দুর্ঘটনামুক্ত বাংলাদেশ চাই’ এই শ্লোাগানকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় নিরাপদ সড়ক চাই নিসচা’র সামাজিক আন্দোলনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে জেলা শাখার উদ্যোগে লোহাগড়ায় মানবন্ধন করে পথচারি ও চালকদের সচেতনতার লক্ষে বিভিন্ন প্রচারনা,লিপলেট বিতরন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১ডিসেম্বর) সকাল ১১টায় নিরাপদ সড়ক চাই নিসচা’র উদ্যোগে শহরের উপজেলা মুক্তিযোদ্ধা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বাসষ্টান্ড, পৌরসভা, লোহাগড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই চত্বরে গিয়ে শেষ হয়। শুরুতে প্রয়াত জাহানারা কানচন সহ সড়ক দুর্রঘটনায় নিহত সকলের প্রতি দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করে দোয়া কার হয়। উল্লেক্ষ্য ১৯৯৩ সালের (২২অক্টোবার) মর্মান্তিক সড়ক দুর্রঘটনায় নিহত হন। সেই থেকে নিরাপদ সড়ক চাই নিসচা’র জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করে আসছে সংগঠনটি।

র‌্যালি পরবর্তি আলোচনা অনুষ্ঠানটি নিরাপদ সড়ক চাই নিসচা’র জেলা সদস্য সচিব সৈয়দ খায়রল আলম এর পরিচালনায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির মফিজুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এ্যাড. দৌলত আহম্মদ খান, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সৈয়দ সামসুল আলম, আরো বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি শিকদার আব্দুল জলিল, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় কুমার দাস, উপস্থিত ছিলেন রামণারায়ণ পাবলিক লাইব্রেরীর সম্পাদক সৈয়দ আকরাম আলি আকিদুল, দপ্তর সম্পাদক হান্নান সেখ, উপজেলা মিনিবাস মালিক সমিতির সভাপতি পান্নু মোল্লা, মটরসাইকেল শ্রমিক ইউনিয়নের সাদস্য হাসমত আলিসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিকালে নিরাপদ সড়ক চাই নিসচা’র জেলা কমিটির সদস্যরা বাস, ট্রাক, অটোরিকশা, ইজিবাইক, থ্রি-হুইলারসহ বিভিন্ন যানবাহনের চালকদের সাথে দুর্রঘটনা মুক্ত নিরাপদ সড়ক রাখতে সাবধানে গাড়ি চালাতে অনুরোধ করা হয়। এ সময় পুনাঙ্গ কমিটি গঠনের বিষয়ে আলোচনা করে নতুন কমিটির পদ নির্ধারণ করা হয়।

সানবিডি/ঢাকা/একে/এসএস