সমবায় অধিদপ্তরে “মুজিববর্ষ” উদযাপন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-১৭ ১৬:৪৬:৫৭
সারাদেশের ন্যায় সমবায় অধিদপ্তরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও “মুজিববর্ষ” আনুষ্ঠানিকভাবে উদযাপন করা করেছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সারাদেশের ন্যায় সমবায় অধিদপ্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও “মুজিববর্ষ” উদযাপন করা হয়।
এ উপলক্ষে সমবায় অধিদপ্তর, ঢকা কর্তৃক আগারগাঁওস্থ মায় ভবনে বিভিন্ন কর্মসূচির আয়ােজন করা হয়। সকালে আমিনুল ইসলাম, নিবন্ধক ও লক, সমবায় আধদপ্তর, বিসিএস (সমবায়) এসােসিয়েশন, উপজেলা/ মেট্রোপলিটন থানা সমবায় অফিসার এসােসিয়েশন, বাংলাদেশ সমবায় পারিদর্শক, সরেজমিন তদন্তকারী এসােসিয়েশন ও সমবায় অধিদপ্তর সরকারি কর্মচারি কল্যাণ পরিষদ(১৭-২০গ্রেড) এর কর্মচারিগণ কর্তৃক সমবায় অধিদপ্তরে নির্মিত জাতির পিতার মরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শত প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন কার্যক্রমের সাড়ম্বরে শুভ সূচনা ও কেক কাটা হয়।
এরপর জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং দেশ ও জাতির উন্নতি কামনা করে দোয়া মাহফিল, মােনাজাত, আলােচনা সভা অনুষ্ঠিত হয়। সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক আমিনুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলােচনা সভায় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব রেজাউল আহসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। অধিদপ্তরের সকল পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সানবিডি/ঢাকা/এসআই