করোনায় কোপা আমেরিকাও পিছিয়ে গেল এক বছর

স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২০-০৩-২১ ২০:১৬:০৯


চীন থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের আক্রমণে ইউরো চ্যাম্পিয়নশিপের পর এবার লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠের টুর্নামেন্ট কোপা আমেরিকাও স্থগিত করা হয়েছে। চলতি বছরের জুন-জুলাই মাসে আর্জেন্টিনা ও কলম্বোতে হওয়ার ছিলো কোপা আমেরিকার এবারের আসর।

কিন্তু করোনা পরিস্থিতির ব্যাপারে সতর্কতাস্বরুপ টুর্নামেন্টের প্রায় তিন মাস আগেই এক বছরের জন্য পিছিয়ে দেয়া হয়েছে। লাতিন আমেরিকান ফুটবল কনফেডারেশন কনমেবলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এ খবর।

আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, ‘এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। তবে সবসময় আমাদের খেলোয়াড় ও দক্ষিণ আমেরিকা ফুটবল পরিবারের সব সদস্যের স্বাস্থ্য সুরক্ষায় ব্যবস্থা নিতে হবে। বিশ্বের সবচেয়ে পুরনো আন্তর্জাতিক প্রতিযোগিতাটি যে ২০২১ সালে আরও শক্তিশালী হয়ে ফিরবে, তাতে কোনো সন্দেহ নেই।’

এছাড়া একই সময়ের হওয়ার কথা ইউরোপিয়ান আন্তর্জাতিক ফুটবলের শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট ইউরো চ্যাম্পিয়নশিপ। সেখানেও করোনার কারণে এক বছরের জন্য পিছিয়ে দেয়া হয়েছে এবারের ইউরো।

এ বছর না হলেও, আগামী বছর একই সময়ে হবে স্থগিত হওয়া ইউরো ও কোপা আমেরিকা। সম্ভাব্য তারিখ নির্ধারিত ছিলো ১২ জুন থেকে ১২ জুলাই পর্যন্ত। আগামী বছর এ তারিখের মধ্যেই হবে টুর্নামেন্ট দুইটি।