আইএফআইসি ব্যাংকে মুজিব কর্নার উদ্বোধন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-১৯ ১২:১৫:৪৭


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে আইএফআইসি টাওয়ারে ব্যাংকের প্রধান কার্যালয়ে মুজিব কর্নার স্থাপন করা হয়েছে। গতকাল ব্যাংকের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এ মুজিব কর্নারের উদ্বোধন করেন। এ সময় বিশিষ্ট নাট্যজন রামেন্দু মজুমদার, ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য রাবেয়া জামালী, জালাল আহমেদ, কামরুন্নাহার আহমেদ, এমডি ও সিইও শাহ এ সারওয়ারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।