চট্টগ্রামে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণ করবে ইউনাইটেড গ্রুপ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-১৯ ১২:২২:১২


চট্টগ্রামের সিআরবি এলাকায় রেলওয়ের জমিতে ৫০০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল নির্মাণ করবে ইউনাইটেড গ্রুপ। পাশাপাশি প্রতিষ্ঠা করা হবে ১০০ আসনের মেডিকেল কলেজ। নির্মাণকালসহ হাসপাতালটি ৫০ বছর ব্যবহারের পর তা রেলওয়েকে হস্তান্তর করবে গ্রুপটি। গতকাল রেল ভবনে বাংলাদেশ রেলওয়ে ও ইউনাইটেড এন্টারপ্রাইজ অ্যান্ড কোম্পানি লিমিটেডের মধ্যে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ব্রিজ) ও প্রকল্প পরিচালক আহসান জাবির এবং ইউনাইটেড গ্রুপের এমডি মইনুদ্দিন হাসান রশিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সই করেন। এ সময় পিপিপি কর্তৃপক্ষের সিইও আল কামাল সিদ্দিকী, রেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোফাজ্জেল হোসেন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক শামছুজ্জামানসহ রেলপথ মন্ত্রণালয়, বাংলাদেশ রেলওয়ে ও ইউনাইটেড গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।