কামরাঙ্গীরচরে দোকানপাট বন্ধ রাখতে মাইকিং

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-২২ ১৩:৪৯:০১


করোনাভাইরাস প্রতিরোধে কামরাঙ্গীরচরে দোকানপাট বন্ধ করতে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গতকাল শনিবার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হাজী সাইদুল ইসলাম মাদবরের কার্যালয় থেকে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়। এ বিষয়ে এলাকায় মাইকিংও করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত মোতাবেক রেস্টুরেন্ট, হোটেল, চায়ের দোকান, বেকারি, কনফেকশনারি, ফুচকা-চটপটি ও ছোট-বড় সব ধরনের খাবারের দোকান বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।

এতে আরও উল্লেখ করা হয়েছে হাসপাতাল, ক্লিনিক, প্রাথমিক স্বাস্থ্য সেবা, ওষুধের দোকান, ব্যাংক-এটিএম বুথ, ফলের দোকান, মুদি দোকান, কাঁচাবাজার যেমন- শাকসবজি, মাছ-মাংসের দোকান, স্টেশনারি, হার্ডওয়্যার, মোবাইল ও ফ্লেক্সি লোডের দোকান এবং শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসপত্রের দোকানপাট স্বাভাবিক সময় পর্যন্ত খোলা থাকবে।

কেউ যদি এই নির্দেশনা অমান্য করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এ সম্পর্কে স্থানীয় কাউন্সিলর হাজী সাইদুল ইসলাম মাদবর বলেন, ‘আমরা রেস্টুরেন্ট, হোটেল, চায়ের দোকান, বেকারি, কনফেকশনারি, ফুচকা-চটপটি ও ছোট-বড় সব ধরনের খাবারের দোকান বন্ধ রাখতে বলেছি। জরুরি দোকানগুলো ছাড়া আর কোনো দোকান খোলা থাকবে না। থানা থেকেও আমাদের বিষয়টা জানিয়ে দেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে ওইসব দোকান বন্ধ রাখতে বলা হয়েছে।’
সানবিডি/ঢাকা/এসএস