মুজিববর্ষ উপলক্ষ্যে এসইসির বর্ষব্যাপী কর্মসূচি প্রণয়ন
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২০-০৩-২২ ১৫:৪৭:১২
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) কমিশন মুজিববর্ষ উপলক্ষ্যে বর্ষব্যাপী কর্মসূচি প্রণয়ন করেছে। সম্প্রতি এ কর্মসূচি প্রণয়ন করা হয়ে। তারই অংশ হিসেবে বঙ্গবন্ধুর জন্মদিনে বিগত ১৭ই মার্চ, ২০২০ তারিখে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করা হয়।
পরবর্তী দিন ১৮ই মার্চ, ২০২০ তারিখে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক গৃহীত বর্ষব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান ‘সিকিউরিটিজ কমিশন ভবনে’ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ও কমিশনের মুজিববর্ষ উদযাপন স্টিয়ারিং কমিটির সভাপতি ড. এম. খায়রুল হোসেন।
এ সময় কমিশনের কমিশনার ও স্টিয়ারিং কমিটির সদস্য প্রফেসর মো. হেলাল উদ্দিন নিজামী, ড. স্বপন কুমার বালা, খন্দকার কামালউজ্জামান, নির্বাহী পরিচালক ও স্টিয়ারিং কমিটির সদস্য সচিব মোঃ আনোয়ারুল ইসলাম, নির্বাহী পরিচালক ও মুজিববর্ষ উদযাপন কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহবায়ক মোঃ মাহবুবুল আলম, নির্বাহী পরিচালক ও জন্মশত বার্ষিকী উদযাপন ফোকাল পয়েন্ট কর্মকর্তা মোঃ সাইফুর রহমান সহ কমিশনে কর্মরত সকল কর্মচারী উপস্থিত ছিলেন।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
আলোচনা সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অর্থনৈতিক দর্শনের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন কমিশনের কমিশনার ড. স্বপন কুমার বালা। আলোচনায় অংশগ্রহণ করেন কমিশনের নির্বাহী পরিচালক মিসেস রুকসানা চৌধুরী, কমিশনের কমিশনার জনাব খন্দকার কামালউজ্জামান, কমিশনার প্রফেসর মো. হেলাল উদ্দিন নিজামী এবং কমিশনের চেয়ারম্যান ও প্রধান অতিথি ড. এম. খায়রুল হোসেন। আলোচনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত ও পারিবারিক জীবন, রাজনৈতিক দর্শন, অর্থনৈতিক ভাবনা, ১৯৪৭-১৯৭০ সাল পর্যন্ত স্বাধীন বাংলাদেশের পটভূমি তৈরিতে বঙ্গবন্ধুর ভূমিকা, ১৯৭১ এর স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব ও ১৯৭১ পরবর্তী দেশ পরিচালনায় তীর অবদান শীর্ষক বিষয়বস্তু আলোচনায় প্রাধান্য পায়। কমিশনের চেয়ারম্যান ভ. এম. খায়রুল হোসেন বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয়ে ধারণ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য জাতির পিতার দেখানো পথে তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান। আলোচনার শেষ দিকে কমিশনের চেয়ারম্যান ও প্রধান অতিথি ড. এম. খায়রুল হোসেন কমিশন কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিববর্ষ) উদযাপন এর উদ্বোধন ও শুভ সুচনা ঘোষণা করেন এবং কেক কেটে বঙ্গবন্ধু মুজিবের শততম জন্মবার্ষিকী উদযাপন করেন। সবশেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের প্রয়াত সদস্যদের আত্রার মাগফেরাত কামনা এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সানবিডি/এসকেএস