আজ থেকে বাজারে থাকবে কেরুর স্যানিটাইজার

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-০৩-২৩ ০৭:০০:৪০


বিশ্বব্যাপী চলমান মহামারি করোনাভাইরাস প্রতিরোধক হ্যান্ড স্যানিটাইজারের সংকট দেখা দিয়েছে বাংলাদেশে। এই সংকট দূর করতে হ্যান্ড স্যানিটাইজারের উৎপাদন শুরু করেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি। পরীক্ষামূলকভাবে আজ থেকে বাজারে ছাড়া হচ্ছে এ জীবাণুনাশক।

হ্যান্ড স্যানিটাইজারের মূল উপাদান স্পিরিট। এর সঙ্গে ডিস্টিলড ওয়াটার, রং ও সুগন্ধি মিশিয়ে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা হয় বলে জানিয়েছেন কারখানা সংশ্নিষ্টরা। চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোং আগে থেকে স্পিরিট উৎপাদন করছে। এ কারণে তারা দ্রুত স্যানিটাইজার উৎপাদন করতে পারছে বলে জানান কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জাহেদ আলী আনছারী।

ব্যবস্থাপনা পরিচালক জানান, ১০০ মিলিলিটারের এক বোতল হ্যান্ড স্যানিটাইজারের খুচরা মূল্য ধরা হয়েছে ৬০ টাকা। ব্যবসায়ীরা বিক্রয় কেন্দ্র থেকে ৫০ টাকা দরে কিনে নিতে পারবেন। তিনি বলেন, প্রথম দিন তিন হাজার বোতল বিক্রি করা হবে। মঙ্গলবার ১০ হাজার বোতল সরবরাহ করা হবে। পর্যায়ক্রমে উৎপাদন বাড়িয়ে ২০ হাজার ও ৫০ হাজার সরবরাহ করা হবে।

‘কেরুজ হ্যান্ড স্যানিটাইজার’ নামের এ জীবাণুনাশক ইতোমধ্যে কেরু কোম্পানির কর্মী এবং চুয়াডাঙ্গার স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিতরণ করা হয়েছে। প্রাথমিকভাবে কেরুর ১৬ বিপণন কেন্দ্র, শিল্প মন্ত্রণালয় এবং চিনি ও খাদ্য শিল্প কাপোরেশনের সামনে এ স্যানিটাইজার পাওয়া যাবে। এ ছাড়া চাহিদার ভিত্তিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে সরবরাহ করা হবে বলে গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে শিল্প মন্ত্রণালয়। কয়েক দিন পর থেকে পুরোদমে বাজারে পাওয়া যাবে।

এমডি জাহেদ আলী আরও জানান, চীন থেকে প্লাস্টিক বোতল আমদানির পরিমাণ বাড়লে দৈনিক কয়েক লাখ বোতল স্যানিটাইজার বাজারে ছাড়া সম্ভব হবে। পাশাপাশি কোনো শিল্প প্রতিষ্ঠান বা সংস্থা চাইলে একসঙ্গে বেশি পরিমাণ (বাল্ক্ক) নিতে পারবে। কোনো খুচরা ক্রেতাকে বাল্ক্ক দেওয়া হবে না।