দেশেই করোনা-প্রতিরোধী পোশাক তৈরির উদ্যোগ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-২৩ ১০:১৩:১৭
ডাক্তারদের করোনা-প্রতিরোধী পোশাকের (পিপিই) স্বল্পতায় দেশের অভ্যন্তরে বিভিন্ন হাসপাতালে এ রোগের চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশেষায়িত এ পোশাকটি এবার দেশেই তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক ক্রেতা প্রতিষ্ঠান মার্কস এন্ড স্পেন্সার এর ঢাকা অফিস ও কয়েকজন গার্মেন্টস উদ্যোক্তা এ উদ্যোগ নিয়েছে।
ইতিমধ্যে এ পোশাকের কিছু নমুনা তৈরি হয়েছে। শিগগিরই পুরোদমে তৈরির কাজ শুরু হবে। বিষয়টি নিয়ে তারা বিজিএমইএর সঙ্গেও আলাপ করেছেন।
বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক বলেন,ইতিমধ্যে ডাক্তারদের এ পোশাকের নমুনা আমরা দেখছি। এ জন্য বিশেষ ধরণের পানিরোধী কাপড়ের প্রয়োজন হয়। কিছু কারখানার এই সক্ষমতা আছে।
জানা গেছ, এর বাইরেও কোন কোন উদ্যোক্তা এই ধরণের পিপিই তৈরির কাজে হাত দিয়েছে।