দেশের সব মার্কেট ও বিপণিবিতান বন্ধ ঘোষণা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-২৩ ১০:২৫:২৫
নভেল করোনাভাইরাস সংক্রমণের বিস্তার ঠেকাতে সারা দেশের সব দোকান ও বিপণিবিতান বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। রোববার বিকালে এ সিদ্ধান্ত নেয়া হয়।
দোকান মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সুপারশপ, সুপারমার্কেট ও মার্কেট বন্ধ থাকবে। তবে কাঁচাবাজার, ওষুধের দোকান এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকবে।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, দেশে করোনোভাইরাসের প্রকোপের সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই আমরা সংগঠনের নেতারা বসে এই সিদ্ধান্ত নিয়েছি। যদি এই সময়ের মধ্যে পরিস্থিতির পরিবর্তন না হয়; তাহলে আমরা আবার বসে পরবর্তী করণীয় ঠিক করবো। সব সময় তো আর ব্যবসায় লাভের কথা চিন্তা করলে হবে না। আগে জীবন!
সংগঠনটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে কোনো অবস্থাতেই পণ্যের দাম না বাড়ানোর জন্য পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, বাংলাদেশে এ পর্যন্ত ২৭ জন করোনাভাইরাস আক্রান্ত সনাক্ত করা হয়েছে। এর মধ্যে দুই জন মারা গেছেন।
প্রতিদিনই করোনাভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত করা হচ্ছে। এর মধ্যে করোনাভাইরাস উপদ্রুত দেশে থেকে প্রবাসীদের আসাও থেমে নেই। এসব প্রবাসী হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা উপেক্ষা করে অবাধে চলাচল করছেন। ফলে রোগ সংক্রমণের ঝুঁকি বাড়ছে। এ পরিস্থিতি এরই মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। এবার মার্কেট ও বৃহৎ বিপণিবিতান বন্ধের ঘোষণা দিল বাংলাদেশ দোকান মালিক সমিতি।