ব্লক মার্কেটে লেনদেন ৪৭ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-২৩ ১৬:৩৫:০৪
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৯টি প্রতিষ্ঠানের সাড়ে ৪৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ৩৯ লাখ ১৯ হাজার ৭৬৬টি শেয়ার ১৫ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৪৭ কোটি ৬৫ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছ।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২০ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে রেনেটার। দ্বিতীয় সর্বোচ্চ ১২ কোটি ৪৭ লাখ ৫৯ হাজার টাকার বিকন ফার্মার এবং তৃতীয় সর্বোচ্চ ১২ কোটি ৩৬ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে লিন্ডে বিডির।
এছাড়া ব্র্যাক ব্যাংকের ৪৩ লাখ ১৮ হাজার টাকার, ঢাকা ব্যাংকের ১ কোটি ১০ লাখ ৩০ হাজার টাকার, ডাচ-বাংলা ব্যাংকের ৭ লাখ ৫৬ হাজার টাকার, গ্রামীণ ওয়ান : স্কিম টু’র ৯ লাখ ৩০ হাজার টাকার, আইএফআইসি ব্যাংকের ৯ লাখ ৩০ হাজার টাকার এবং ভিএফএস থ্রেড ডাইংয়ের ৪১ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস