ফিউচার বাংলাদেশের পক্ষ থেকে গণস্বাস্থ্য কেন্দ্রকে অনুদান

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-২৪ ১১:০৯:২১


বর্তমানে করোনাভাইরাস (কভিড-১৯) বাংলাদেশসহ সারা বিশ্বে মহামারী আকার ধারণ করেছে। চলমান এ সময়ে ফিউচার বাংলাদেশ নামে একটি সংগঠনের পক্ষে কেএম নাজমুল হকের নেতৃত্বে ঢাকার ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর ভবনের অফিসে গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর হাতে করোনাভাইরাসের পক্ষে কাজ করার জন্য ৫ লাখ টাকার চেক প্রদান করেছেন। বাংলাদেশে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে ডা. জাফরুল্লাহ চৌধুরীর নেতৃত্বে ও পরামর্শে করোনাভাইরাস পরীক্ষার কিট তৈরির চেষ্টা সফল হয়েছে।