ভারতে মুসলমানের চেয়ে গরু বেশি নিরাপদ
আপডেট: ২০১৫-১২-০২ ২০:০৮:২২
ভারতে একজন মুসলিম ব্যক্তির চেয়ে একটি গরুও বেশি নিরাপদ বলে মন্তব্য করেছেন ভারতের কংগ্রেসদলীয় সাংসদ শশী থারুর।ভারতে ক্রমবর্ধমান অসহিষ্ণুতা নিয়ে দেশটির নিম্ন কক্ষ লোকসভায় যে বিতর্ক চলছে, তাতে অংশ নিয়ে থারুর এই মন্তব্য করেন। খবর বিবিসির।
খবরে বলা হয়, কেরলের তিরুবনন্তপুরম থেকে নির্বাচিত এমপি থারুর জানান, ভারতে যেভাবে অসহিষ্ণুতা বেড়ে চলেছে, সেই পটভূমিতে তার একজন বাংলাদেশি বন্ধুই তাকে ওই কথাটি বলেছেন। তবে তিনি ওই বন্ধুর নাম-পরিচয় প্রকাশ করেননি।
থারুর বলেন, “বাংলাদেশ থেকে বেড়াতে আসা আমার এক বন্ধু সেদিন বলছিলেন, সে দেশের ইসলামি মৌলবাদীরা যাতে ভারতকে জমিয়ে আক্রমণ করতে পারে, তার জন্য ভারতই তাদের সুযোগ করে দিচ্ছে।
বন্ধুকে উদ্ধৃত করে পার্লামেন্টে থারুর বরেন, ‘‘আর তারা ভারতকে আক্রমণ করবেন না-ই বা কেন, এখানে তো একজন মুসলিমের চেয়ে একটি গরুও বেশি সুরক্ষিত। মুসলিমদের চেয়ে গরুদের কদর বেশি।”
বিবিসির খবরে বলা হয়, পার্লামেন্টে থারুর এই মন্তব্যের পর তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রমণের ঝড় বইছে। অনেকেই অভিযোগ এনেছেন, শশী থারুর এই ধরনের মন্তব্য করে দেশে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াতে চাইছেন।
সানবিডি/ঢাকা/রাআ