দেশে করোনায় আরও একজনের মৃত্যু
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-২৫ ১২:৪০:২৫
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ ভাইরাসটিতে মৃতের সংখ্যা পাঁচজনে দাঁড়াল। তবে আজ বুধবার নতুন করে কেই আক্রান্ত হননি।
করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে বিষয়টি জানান জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে নতুন করে কেউ আক্রান্ত হননি। তবে আগে আক্রান্ত হওয়া এক ব্যক্তি মারা গেছেন।’
সানবিডি/ঢাকা/এসএস