মাইকিং করে বাসায় ৫ ওয়াক্ত নামাজ পড়ার নির্দেশ পুলিশের
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-২৫ ১৪:৪৩:০৫
মরণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রুখতে প্রথম লকডাউন করা হয় মাদারীপুরের শিবচর উপজলা। এবার মাদারীপুরের অপর উপজেলা কালকিনিতে মাইকিং করে বাসায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার নির্দেশ দিচ্ছে পুলিশ।
আজ বুধবার সকাল থেকে কালকিনি থানা পুলিশ জনস্বার্থে এ মাইকিং করছে। মাইকিং ছাড়াও কালকিনিতে রাস্তাঘাটে ইজিবাইক ও ভ্যানসহ সব যান চলাচলে নিষেজ্ঞা জারি করা হয়।
আর আগে থেকেই কালকিনি উপজেলা প্রশাসন ও থানা পুলিশ নিত্যপণ্য, মুদির দোকান, ওষুধের ফার্মেসি ও স্বাস্থ্য বিভাগ ব্যতীত সকল ব্যবস্যা প্রতিষ্ঠান বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে।
রাস্তাঘাটে বিশেষ কাজ ছাড়া একজনের বেশি বাইরে বের হওয়া যাবে না বলে নিষেজ্ঞা জারি করে স্থানীয় প্রশাসন। তবে নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে কিছু মানুষ রাস্তাঘাটে দিব্বি ঘুরে বেড়াচ্ছেন এবং হোম কোয়ারেন্টিন কোনোমতেই মানছেন না। সেই ধারা মোতাবেক কালকিনি থানা পুলিশ আজ বুধবার সকালে মাইকিং করে জনসাধারণকে কঠোর হুঁশিয়ারি দেয়। কোনো ব্যক্তি রাস্তাঘাটে বের হলেই ফৌজদারি মামলায় গ্রেপ্তার করা হবে বলে মাইকিংয়ে থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরউদ্দিন মৃধা বলেন, ‘আমরা ইতিমধ্যে সব বিষয় মাইকিং করে জনসাধারণকে জানিয়ে দিয়েছি। করোনাভাইরাস থেকে রক্ষা পেতে শেষবারের মতো সবাইকে নামাজ পড়ার জন্য নির্দেশ দিয়েছি। কারণ নামাজে আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দিতে পারেন। আমাদের নির্দেশ অমান্য করলে আমরা সামনে আরও হার্ডলাইনে চলে যাব।
সানবিডি/ঢাকা/এসএস