নভেল করোনাভাইরাস
শস্য রফতানি সাময়িক নিষিদ্ধ করল রাশিয়া
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-২৫ ১৮:৪২:৪৬
নভেল করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর প্রভাব পড়েছে রাশিয়াতেও। এরই মধ্যে দেশটি সংক্রমণ ঝুঁকি কমাতে মানুষকে ঘরবন্দি হয়ে থাকতে বলেছে। এবার বাড়তি সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে সোমবার দেশটি থেকে সব ধরনের শস্য রফতানি বন্ধের ঘোষণা দিয়েছে ক্রেমলিন। বলা হয়েছে, বিদ্যমান পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার অপেক্ষা করা হবে। এজন্য পরবর্তী ১০ দিন রাশিয়া থেকে কোনো শস্য রফতানি হবে না। খবর আনাদোলু নিউজ এজেন্সি।
রাশিয়ার ফেডারেল সার্ভিস ফর ভেটেইনারি অ্যান্ড ফাইটোস্যানিটারি সাভিল্যন্সের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, নভেল করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে ১০ দিনের জন্য বিশ্বজুড়ে শস্য রফতানি বন্ধ রাখতে রুশ রফতানিকারকদের নির্দেশ দেয়া হয়েছে। পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা সাপেক্ষে ১০ দিন পর এ বিষয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে। এর আগে রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশউস্তিন দেশটি থেকে শস্য রফতানি সাময়িক বন্ধের ইঙ্গিত দিয়েছিলেন।
রাশিয়া বিশ্বের অন্যতম শীর্ষ শস্য রফতানিকারক দেশ। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের তথ্য অনুযায়ী, রাশিয়া থেকে প্রতি বছর আন্তর্জাতিক বাজারে প্রায় সাড়ে তিন কোটি টন গম রফতানি হয়। কৃষিপণ্যটির রফতানিকারকদের বৈশ্বিক শীর্ষ তালিকায় রাশিয়া প্রথম অবস্থানে রয়েছে।
রুশ রফতানিকারকরা প্রতি বছর ৫০ লাখ টনের বেশি যব রফতানি করেন। বিশ্বের বুকে কৃষিপণ্যটির দ্বিতীয় শীর্ষ রফতানিকারক দেশ রাশিয়া। ভুট্টা রফতানিকারক দেশগুলোর বৈশ্বিক শীর্ষ তালিকায় রাশিয়ার অবস্থান পঞ্চম। প্রতি বছর দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে ৫০ লাখ টনের বেশি ভুট্টা রফতানি হয়।
সয়াবিন তেলের রফতানি বাজারেও রাশিয়ার শক্তিশালী অবস্থান রয়েছে। ভোজ্যতেলটির শীর্ষ রফতানিকারকদের তালিকায় দেশটির অবস্থান ষষ্ঠ। গত বছর দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে ৬ লাখ ২০ হাজার টন সয়াবিন তেল রফতানি হয়েছে বলে জানিয়েছে ইউএসডিএ।
এ কারণে রাশিয়া শস্যের উৎপাদন ও রফতানিতে হেরফের হলে আন্তর্জাতিক বাজারে তার প্রভাব পড়ে। এখন নভেল করোনাভাইরাসের মহামারীর কারণে রাশিয়া থেকে রফতানি সাময়িক বন্ধ রাখা হলে আন্তর্জাতিক বাজারে গম, ভুট্টা, যব, সয়াবিন তেলসহ বিভিন্ন পণ্যের দামে উত্থান-পতন দেখা দেয়ার সম্ভাবনা দেখছেন খাতসংশ্লিষ্টরা।
সানবিডি/ঢাকা/এসএস