করোনায় যুক্তরাষ্ট্রে ৯৪৪ জনের মৃত্যু, আক্রান্ত ৬৬ হাজার

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-২৬ ১২:২৯:২০


করোনাভাইরাসে চীন এবং ইতালির পর এখন সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হচ্ছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়েই চলছে। নতুন করে দেশটিতে একদিনে আরও ১১ হাজার ১৯২ জন করোনায় আক্রান্ত হয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ হাজার ৪৮ জনে।

অপরদিকে, নতুন করে ১৬৪ জনের মৃত্যু হয়েছে। ফলে দেশটিতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে মোট ৯৪৪ জন। এছাড়া হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯৪ জন।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনার কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নিউ ইয়র্ক অঙ্গরাজ্য। সেখানে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।
সানবিডি/ঢাকা/এসএস