‘করোনায় মানবজাতি হুমকির মুখে’
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-২৬ ১৭:০২:৪৩
করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে প্রায় দুইশটি দেশে। প্রাণঘাতী এই ভাইরাসে মানবজাতি আজ হুমকির মুখে বলে শঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এই সঙ্কটময় মুহূর্তে দরিদ্র দেশগুলোর সহায়তায় ২০০ কোটি ডলার প্রয়োজন মনে করেন তিনি।
বুধবার বড় ধরনের এই আর্থিক সহায়তা চেয়ে সবাইকে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘ প্রধান।
গুতেরেস বলেন, ‘কভিড-১৯ সমগ্র মানবজাতিকে হুমকি দিচ্ছে, মানবজাতিকেও একত্রিত হয়ে এর বিরুদ্ধে লড়াই চালাতে হবে।’
করোনা মোকাবিলায় বিশ্বনেতাদের আরও আরও পদক্ষেপ ও অনুদান ঘোষণার আহ্বান নিয়ে গুতেরেস আরও বলেন, ‘এ প্রেক্ষাপটে বৈশ্বিক সংহতি ও লড়াই অতি আবশ্যক। একক কোনো দেশের লড়াই এখানে যথেষ্ঠ নয়।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, মৃতের সংখ্যা বাড়তে থাকলেও ইউরোপে আক্রান্তের সংখ্যা কমে এসেছে। তবে আমেরিকায় সে সংখ্যা বাড়ছে।
জেনেভায় সংস্থার মুখপাত্র মার্গারেট হ্যারিস বলেন, ‘আমেরিকায় সংক্রমণ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার বিকেল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৮৫ শতাংশ নতুন আক্রান্তই ইউরোপ ও আমেরিকায়। তার মধ্যে আবার শুধু আমেরিকাতেই ৪০ শতাংশ।’
মার্গারেট বলেন, ‘এখন আমরা দেখতে পাচ্ছি, আমেরিকায় ব্যাপক হারে সংক্রমণ বাড়ছে। তাই অঞ্চলটি করোনার নতুন উপকেন্দ্র হয়ে ওঠার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
সানবিডি/ঢাকা/এসএস