৩০ জুন পর্যন্ত জরিমানা ছাড়াই যানবাহনের ফিটনেস নবায়ন
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৩-২৮ ১৬:২২:২৪
নভেল করোনা ভাইরাসের কারণে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এমতবস্থায় যেসব যানবাহনের ফিটনেস নবায়নের মেয়াদ ফুরিয়ে আসছে তারা জরিমানা ছাড়াই নবায়ন করে নেয়ার সুযোগ পাচ্ছেন।
আজ শনিবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ সিদ্ধান্ত জানিয়ে গণমাধ্যমে একটি বিজ্ঞপ্তি পাঠিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার ঘোষিত সাধারণ ছুটিকালে যাদের যানবাহনের ফিটনেস এর সময়সীমা অতিক্রান্ত হবে, তারা জরিমানা ছাড়া নির্ধারিত ফি জমা দিয়ে ৩০ জুন ২০২০ পর্যন্ত যানবাহনের ফিটনেস নবায়নের সুযোগ পাবেন।
সানবিডি/ঢাকা/এসএস