করোনায় ইতালিতে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়াল
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-২৯ ১৫:৩৪:৪৭
নভেল করোনাভাইরাসে ইতালিতে প্রতিনিয়ত মৃতের সংখ্যা বেড়েই চলছে। দেশটিতে রোববার সকাল পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে।
আক্রান্তের সংখ্যার দিক থেকে দ্বিতীয় অব্স্থানে থাকলেও এ ভাইরাসে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ইতালিতে।
জনস হপকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্য অনুযায়ী, নভেল করোনাভাইরাসে দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৯২ হাজার ৪৭২ জন। এদের মধ্যে মারা গেছেন ১০ হাজার ২৩ জন। আর চিকিৎসা নিয়ে সেরে উঠেছে ১২ হাজার ৩৮৪ জন।
করোনা ভাইরাসের কারণে পুরো ইতালিজুড়ে জরুরি অবস্থার সময় বাড়ানো হয়েছে ১৮ এপ্রিল পর্যন্ত। এর আগে, করোনা সংক্রমণ ঠেকাতে দেশটির প্রধানমন্ত্রী জোসেফ কন্তে চলতি মাসের ১০ তারিখ থেকে ৩ এপ্রিল পর্যন্ত জরুরি অবস্থা জারি করেন।
বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চলে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৬৪ হাজার ৯২৪ জন। মারা গেছেন ৩০ হাজার ৮৪৮ জন। আক্রান্তদের মধ্যে এক লাখ ৪০ হাজার ২২২ জন সুস্থ হয়ে উঠেছেন।
সানবিডি/ঢাকা/এসএস