যুক্তরাষ্ট্রে করোনায় একদিনে মৃত্যু ১২৫৫, আক্রান্ত ৩০ হাজারের বেশি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৪-০৭ ১৩:৫৩:০৮
মার্কিন মুলুকে করোনাভাইরাস মহামারিতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সোমবার গত ২৪ ঘণ্টায় সেখানে মারা গেছে ১ হাজার ২৫৫ জন। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০ হাজারের বেশি মানুষ।
ফলে যুক্তরাষ্ট্রে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৯৪১য়ে। এদের মধ্যে মঙ্গলবার সকালে মাত্র কয়েক ঘণ্টায় মারা গেছেন আরও ৭০ জন।
সেখানে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬৭ হাজার ৬২৯ জন। এদের মধ্যে মঙ্গলবার সকালে আক্রান্ত হয়েছেন আরও ৬২৫ জন।
আক্রান্তদের মধ্যে আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোটে ১৯ হাজার ৮১০ জন। দেশটিতে এখনও চিকিৎসাধীন রয়েছেন আরও ৩ লাখ ৩৬ হাজার ৮৭৮ জন। এদের মধ্যে প্রায় ৯ হাজার (৮৯৮৩ জন) জনের অবস্থা গুরুতর। অর্থাৎ আগামী দিনগুলোতে দেশটি আরও অনেক মৃত্যুর সাক্ষী হতে চলেছে।
যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত ও মৃত্যুতে এগিয়ে রয়েছে নিউইয়র্ক অঙ্গরাজ্যটি। সেখানে এ পর্যন্ত মোট ১ লাখ ৩১ হাজার ৯১৬ জন আক্রান্ত হয়েছেন। এই সমগ্র যুক্তরাষ্ট্রে মোট করোনায় আ্রকান্তের এক-তৃতীয়াংশ। মারা গেছে ৪ হাজার ৭৫৮ জন, যা সমগ্র যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক।
সূত্র: ওয়ার্ল্ডোমিটার
সানবিডি/ঢাকা/এসএস