নিজস্ব তহবিল থেকে খাদ্যসামগ্রী দিলেন ইউনুস মোল্লা

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৪-০৮ ১৭:০২:৫০


প্রাণঘাতি নোবেল করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় গৃহবন্দি হতদরিদ্র অসহায় দিনমজুর প্রায় ২০০০ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন, বিশিষ্ট ব্যবসায়ী,আওয়ামীলীগ নেতা,সমাজসেবক ও উত্তর তারাবুনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউনুছ আলী মোল্লা। শরীয়তপুর -২ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় উপমন্ত্রী এ.কে.এম এনামুল হক শামীম এর নির্দেশে তিনি এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।

মঙ্গলবার শলীয়তপুর জেলার ভেদেরগঞ্জ উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের সকল ওয়ার্ডের বিভিন্ন এলাকার বাড়ি গুলোত গিয়ে এই কার্যক্রম চালানো হয়। সাবেক চেয়ারম্যান ইউনুছ আলী মোল্লা বলেন,বর্তমানে কভিড-১৯ লোগডাউন থাকায় এলাকায় বেকার হতদরিদ্র অসহায় দিনমজুর ২০০০ টি পরিবারের মাঝে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু সহ- এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময়ে করোনা সংক্রমণ রোধে এলাকার বিভিন্ন রাস্তায় ও বাড়ি ঘরের আশপাশে আঙ্গিনায় বিশুদ্ধকরণ জীনাণুনাশক স্প্রে করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণকালে ইউনুছ আলী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও উপমুন্ত্রী এ.কে.এম এনামুল হক শামীম ভাই বলেছেন,নিম্ন আয়ের মানুষের সহায়তায় এগিয়ে আসার জন্য বিত্তবানদের আহ্বান জানিয়েছেন। তাই আমরা নিজ নিজ অবস্থান থেকে এসব অসহায় মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করছি।

বিতরন কার্যক্রমে উপস্থিত ছিলেন, সখিপুর থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, উত্তর তারাবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক দেলোয়ার মাঝি, সহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

সানবিডি/এসকেএস