ব্যাংক বন্ধ রাখতে প্রধানমন্ত্রীর কাছে বিডব্লিউএবির অনুরোধ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৪-০৮ ২২:২৯:৩০


প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ব্যাংক বন্ধ রাখার দাবি জানিয়েছে ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (বিডব্লিউএবি)। করোনাভাইরাস সংক্রমণরোধে এ দাবি জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে অবস্থার উন্নতি হলে ব্যাংকের সীমিতসংখ্যক শাখা সপ্তাহে একদিনের জন্য স্বল্পসংখ্যক জনবল দিয়ে চালানোরও নির্দেশনা দিতে অনুরোধ করা হয়েছে।

বিডব্লিউএবি সভাপতি কাজী মো. শফিকুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে দেশের সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ সময়োচিত ও বুদ্ধিদীপ্ত পদক্ষেপ।

বিজ্ঞপ্তিতে ব্যাংক বন্ধ রাখাসহ চারটি দাবি জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে-

১. করোনাভাইরাস সংকটের এই সময়ে অন্যান্য প্রতিষ্ঠানের মতো ব্যাংকও সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশনা দেয়া।

২. পরবর্তী সময়ে অবস্থার উন্নতি সাপেক্ষে ব্যাংকের সীমিতসংখ্যক শাখা সপ্তাহে একদিন কার্যক্রমের জন্য খোলা রাখা।

৩. ব্যাংকের লেনদেনের সঙ্গে সঙ্গতি রেখে প্রয়োজনীয় সীমিতসংখ্যক লোকবল রোস্টার ডিউটির মাধ্যমে হাজির থাকার নির্দেশ এবং রোস্টার ডিউটিরত কর্মকর্তাদের নিজ নিজ ব্যাংক থেকে উপযুক্ত ভাতা প্রদান।

৪. কোনো কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হলে নিজ নিজ ব্যাংক তার সুচিকিৎসার ব্যবস্থা করবে।

সানবিডি/এসকেএস