সচেতনতা বৃদ্ধিতে শেখপাড়া যুবসমাজের বিনামূল্যে মাস্ক
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৪-১১ ১৩:০৫:০৫
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে সচেতনতা বৃদ্ধি ও বিনামূল্যে মাস্ক বিতরণ করেছে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার শেখপাড়া গ্রামের সচেতন যুবসমাজ।
শনিবার (১১ এপ্রিল ২০২০) দরিদ্র ভ্যানচালক ও নিম্ন আয়ের মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।
শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে মাস্ক বিতরণ কর্মসূচর আয়োজন করা হয়।
শেখপাড়া সচেতন যুবসমাজ করোনা ভাইরাস থেকে সৃষ্ট কোভিড -১৯ রোগের হাত থেকে বাঁচতে প্রথম থেকেই সচেতনতামূলক কর্মসূচি পালন করে আসছে।
শেখপাড়া সচেতন যুবসমাজের সদস্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সুমন জোয়ার্দার বলেন, বিশ্বে মহামারী আকার ধারণ করা করোনা ভাইরাস থেকে বাঁচতে ঘরে থাকার কোনো বিকল্প নেই। তারপরও জরুরী প্রয়োজনে অনেককেই বাইরে আসতে হয়। সবাই যেন মাস্ক পরিধান করে বাইরে আসে সেই লক্ষ্যে আমরা সচেতনতামূলক কাজ করে যাচ্ছি, সেইসাথে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে মাস্ক, হ্যাণ্ড স্যানিটাইজার, খাদ্য সামগ্রী বিতরণ করার উদ্যোগ গ্রহণ করেছি। সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান করছি।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসিব মুজতবা, খালিদ হাসান রাবু, ঢাবির ছাত্র সিয়াম আহমেদসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সচেতন ছাত্রসমাজ।
সানবিডি/ঢাকা/আইনাল/ এসএস