দেশে করোনা আক্রান্তের সংখ্যা হাজার ছাড়াল

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৪-১৪ ১৫:০১:৫১


দেশে প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। মঙ্গলবার নতুন করে ২০৯ জন রোগী শনাক্ত হওয়ায় এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো এক হাজার ১২ জনে।

মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন।

ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে আরও ২০৯ জন শনাক্ত হওয়ায় দেশে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০১২ জনে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৭ জনের। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়।
সানবিডি/ঢাকা/এসএস