করোনায় মৃতের সংখ্যা এক লাখ ২৮ হাজার ছাড়ালো
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৪-১৬ ০৭:৪২:৫১
চীনের উহান থেকে মারণঘাতি করোনাভাইরাস ভয়ঙ্করভাবে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফোর হিসাব অনুযায়ী, বাংলাদেশ সময় বুধবার পর্যন্ত বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ১৮ হাজার ৪৪৮। এর মধ্যে ১ লাখ ২৮ হাজার ৬৩ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে চার লাখ ৯২ হাজার ২২৯ জন। এদিকে করোনায় বুধবার আরও নতুন করে যুক্তরাষ্ট্রে ২৪০৭, ফ্রান্সে ৭৬২, স্পেনে ৫২৩, জার্মানিতে ২৮৫ ও ইরানে ৯৮ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে করোনার টিকা আসতে আরও অন্তত এক বছর লাগবে বলে জানিয়েছে ডব্লিউএইচও। এছাড়া দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে যেখানে সেখানে পড়ে আছে কোভিড-১৯ (করোনাভাইরাস) আক্রান্তের লাশ। এসব লাশ উদ্ধারে হিমশিম খাচ্ছে সেখানকার জরুরী সেবা ও অন্ত্যেষ্টিক্রিয়া প্রতিষ্ঠান এবং হাসপাতালগুলো। -খবর এএফপি, বিবিসি, ফ্রান্স২৪, এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, আলজাজিরা, সিএনএন, ডেইলি মেল, ইউরো নিউজ, সাউথ চায়না মর্নিং পোস্ট, ওয়াশিংটন পোস্ট, দ্য গার্ডিয়ান, দ্য ওয়াল, ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফো ও ইয়াহু নিউজের।
যুক্তরাষ্ট্রে আরও ২৪০৭ জনের মৃত্যু ॥ যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৪০৭ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৬ হাজার ৪৭ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে ৬ লাখ ১৩ হাজার ৮৮৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৩৮ হাজার ৮২০ জন। তবে ১৩ হাজার ৪৭৩ জনের অবস্থা আশঙ্কাজনক। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে করোনার হানায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত নিউইয়র্ক অঙ্গরাজ্য।
ফ্রান্সে আরও ৭৬২ জনের মৃত্যু ॥ ফ্রান্সের বিভিন্ন হাসপাতাল ও বৃদ্ধনিবাসে মহামারী করোনাভাইরাসে আরও ৭৬২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৫ হাজার ৭২৯ জনে দাঁড়াল। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে বর্তমানে মোট ১ লাখ ৩ হাজার ৫৭৩ জনে দাঁড়িয়েছে। এদিকে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ফ্রান্সে লকডাউনের সময় বাড়িয়েছে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সোমবার টেলিভিশনে দেয়া এক ভাষণে লকডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন ম্যাক্রোঁ। তিনি বলেন, ১১ মে থেকে ধীরে ধীরে ব্যবসা প্রতিষ্ঠান ও স্কুল খুলে দেয়া হবে। প্রতিবেশী দেশ ইতালি একই ধরনের সিদ্ধান্ত নেয়ার পর ফ্রান্স তাদের অনুসরণ করলো।
স্পেনে আরও ৫২৩ জনের মৃত্যু ॥ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্পেনে গত ২৪ ঘণ্টায় আরও ৫২৩ জনের মৃত্যু হয়েছে। যা আগের দিনের চেয়ে কম। আগের দিন মারা গেছেন ৫৬৭ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বুধবার এ তথ্য জানিয়েছে রয়টার্স। গত ২৪ ঘণ্টায় আরও ৫২৩ জনের মৃত্যুসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্পেনে মৃতের সংখ্যা মোট ১৮ হাজার ৫৭৯। দেশটিতে গত ২৪ ঘণ্টায় আরও ৫ হাজার ৯২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত শনাক্ত রোগী ১ লাখ ৭৭ হাজার ৬৩৩ জন।
জার্মানিতে আরও ২৮৫ জনের মৃত্যু ॥ বিশ্বের সেরা স্বাস্থ্য ও চিকিৎসাসেবা থাকা সত্ত্বেও জার্মানিতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ আক্রান্ত ২৮৫ জন রোগী প্রাণ হারিয়েছেন। মহামারী এই ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর দেশটিতে একদিনে এত প্রাণহানির ঘটনা ঘটেনি। গত একদিনে জার্মানিতে করোনায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ৪৮৬ জন। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ২৭ হাজার ৫৮৩। এখন পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ৩ হজার ৪৯৫ জন। রবার্ট কক ইনস্টিটিউট জানিয়েছে, আক্রান্তদের মধ্যে ৭২ হাজার ৬০০ রোগী ইতোমধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।
ইরানে আরও ৯৮ জনের মৃত্যু ॥ ইরানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৯৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে নতুন আরও ১ হাজার ৫৭৪ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুরের দেয়া এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানায় রয়টার্স। ইরানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯৮ মৃত্যুসহ মৃতের সংখ্যা মোট ৪ হাজার ৬৮৩। দেশটিতে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা মোট ৭৪ হাজার ৮৭৭, যা মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সর্বাধিক।
ইকুয়েডরে গত তিন সপ্তাহে ১৪০২ লাশ উদ্ধার ॥ দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে যেখানে সেখানে পড়ে আছে কোভিড-১৯ (করোনাভাইরাস) আক্রান্তের লাশ। এসব লাশ উদ্ধারে হিমশিম খাচ্ছে সেখানকার জরুরী সেবা ও অন্ত্যেষ্টিক্রিয়া প্রতিষ্ঠান এবং হাসপাতালগুলো। ইকুয়েডর পুলিশ জানিয়েছে, দেশটির মহামারীর উপকেন্দ্র গুয়াকুইল শহর থেকে গত তিন সপ্তাহে অন্তত ১ হাজার ৪০২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ৭৭১টি ও হাসপাতাল থেকে ৬৩১টি। উদ্ধার টিমের প্রধান জর্জ ওয়েটেড জানান, আমরা টাস্কফোর্সকে সঙ্গে নিয়ে বাসা থেকে যেসব মরদেহ উদ্ধার করেছি তার সংখ্যা সাত শ’ ছাড়িয়ে গেছে। ইকুয়েডরে এ পর্যন্ত ৭ হাজার ৫০০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
করোনার টিকা আসতে অন্তত এক বছর লাগবে-ডব্লিউএইচও ॥ করোনা প্রতিরোধের জন্য অনেকেই চেয়ে রয়েছেন দেশ-বিদেশের বিভিন্ন গবেষণার কাজে যুক্ত বিশেষজ্ঞ ও চিকিৎসকদের দিকে। কবে তারা ভাইরাস রুখে দেয়ার দিশা খুঁজে পান, কবে করোনার টিকা আবিষ্কৃত হয় সেই আশায়। বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, অন্তত এক বছরের আগে করোনার টিকা আবিষ্কারের কোন সম্ভাবনা নেই। রাতারাতি কিছুর প্রত্যাশা না করাই ভাল। মঙ্গলবার জেনেভায় ডব্লিউএইচও’র মুখপাত্র চিকিৎসক মার্গারেট হ্যারিস সাংবাদিকদের বলেন, অন্তত ১২ মাস বা তারও বেশি সময় লাগতে পারে। তার আগে করোনার টিকা আবিষ্কারের আশা না করাই ভাল। তবে মঙ্গলবার আশার কথাও শুনিয়েছে ডব্লিউএইচও। ইতালি ও স্পেনের মতো ইউরোপের বেশ কয়েকটি দেশে করোনা সংক্রমণের হার কিছুটা হলেও কমেছে বলে জানিয়েছেন হ্যারিস। তবে ব্রিটেন ও তুরস্কের মতো দেশে এখনও বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। জেনেভায় ডব্লিউএইচও’র মুখপাত্র বলেন, পুরো বিশ্বে মোট করোনা সংক্রমণের ৯০ শতাংশই ইউরোপ ও আমেরিকার। পাশাপাশি লকডাউনে কোন ছাড় দেয়ার আগে ছয়টি পদক্ষেপ মানার বিষয়ে সব দেশের জন্য একটি নির্দেশিকা জারি করা হবে বলেও জানিয়েছে ডব্লিউএইচও।