ব্যালন ডি’অর পাবে না মেসি, কিন্তু কেনো !!

আপডেট: ২০১৫-১২-০৪ ১৩:২৩:০৯


2317142_93327মেসি কেন ব্যালন ডি অ’র পাবে না-এর পেছনে একটি যুক্তি দিয়েছেন ভিলা নোভার স্ট্রাইকার ওয়েন্ডল লিরা। তিনি বলছেন, দুই মাস ইনজুরির কারণে মাঠের বাইরে থাকার দরুন ব্যালন ডিঅ’র হাতছাড়া হয়ে যাবে মেসির।

কার হাতে সম্মানজনক এই পুরস্কারটি উঠতে পারে, সে বিষয়েও যুক্তি দিয়েছেন লিরা। লিরার দাবি, ‘নেইমারই এবার ব্যালন ডিঅ’র পাবেন।’লিরাও একটি গুরুত্বপূর্ণ পুরস্কার পাওয়ার দৌড়ে রয়েছেন। সেরা গোলদাতা হিসেবে পুসকাস অ্যাওয়ার্ডের তালিকায় রয়েছেন তিনি।

মেসি হাঁটুর ইনজুরি কাটিয়ে বার্সার একাদশে ফেরেন ২৪ নভেম্বর। রোমার বিপক্ষে। তার আগে গুরুত্বপূর্ণ দুটি মাস তিনি সাইড লাইনে ছিলেন।

নেইমারও গোলডটকমকে ইঙ্গিত দিয়েছেন ইনজুরির কারণে মেসি ব্যালন নাও পেতে পারেন, ‘রোনালদো তার সেরা সময়ে নেই। আর মেসির ইনজুরি ছিল।’

নেইমারের এই বক্তব্যই জল্পনা উসকে দিচ্ছে। তাহলে কি এবার নেইমারের হাতেই ব্যালন ডিঅ’র উঠতে যাচ্ছে?

সানবিডি/ঢাকা/রাআ