৬৪ সচিব করবেন জেলায় ত্রাণ কার্যক্রম সমন্বয়
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৪-২০ ২০:০৪:১৮
করোনাভাইরাসজনিত পরিস্থিতি মোকাবিলা ও ত্রাণ কার্যক্রম সমন্বয়ের জন্য জেলা ভাগ করে ৬৪ সচিবকে দায়িত্ব বণ্টন করেছে সরকার।
সোমবার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ দায়িত্ব দেয়া হয়েছে। এতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হওয়ার কথা বলা হয়েছে।
প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, কভিড ১৯ প্রতিরোধ ও ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা পর্যায়ে চলমান ত্রাণ কার্যক্রম সুসমন্বয়ের জন্য সরকার ওই কর্মকর্তাদের জেলাওয়ারি দায়িত্ব প্রদান করেছে।
নির্দেশনায় সচিবদের কর্মপরিধি প্রসঙ্গে বলা হয়ছে, নিয়োগকৃত কর্মকর্তারা জেলার সংসদ সদস্য, জেলা পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি, স্থানীয় গণমাধ্যম ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ ও প্রয়োজনীয় সমন্বয় সাধন করে কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্য ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রম পরিচালনার কাজ তত্ত্বাবধান ও পরিবীক্ষণ করবেন। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিবীক্ষণ ও প্রয়োজনীয় সমন্বয় সাধন করবেন।
সমন্বয়ের মাধ্যমে প্রাপ্ত সমস্যা বা চ্যালেঞ্জ অথবা অন্যান্য বিষয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থাকে লিখিত আকারে জানাবেন এবং মন্ত্রিপরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়কে অবহিত করবেন।
গত ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত শনাক্তের পর থেকে সরকারি হিসেবে এখন পর্যন্ত দেশে সব মিলিয়ে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৪৮ জনে। এ ভাইরাসে মৃত্যু হয়েছে ১০১ জনের। সুস্থ হয়েছেন এখন পর্যন্ত ৮৫ জন। এর মাঝে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তদের মধ্যে ১০ জনের মৃত্যু হয়। নতুন করে করোনা শনাক্ত হয় ৪৯২ জনের।
সানবিডি/এসকেএস