২৪ ঘণ্টায় ৯ মৃত্যু, নতুন শনাক্ত ৪৩৪
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৪-২১ ১৫:০৪:০৫
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ১১০ জনের মৃত্যু হলো। এছাড়া নতুন করে আরো ৪৩৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সারাদেশে মোট ৩৩৮২ জন করোনা রোগী শনাক্ত হলো।
মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপনা করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মোট ২৯৭৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪৯২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।নতুন করে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে আরো দুজন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৮৭ জন।
বুলেটিন উপস্থাপনকালে করোনার বিস্তাররোধে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়।
সানবিডি/এসকেএস