কোন কোন জেলায় ছড়াল করোনা?

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৪-২২ ১৮:৫৯:৫০


করোনাভাইরাসে আক্রান্ত রোগী সংখ্যা কিছু কমলেও মৃতের সংখ্যা কমছে না। স্বাস্থ্য অধিদপ্তরের আজ বুধবারের তথ্যমতে, করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে নতুন করে শনাক্ত হয়েছে ৩৯০ জন এবং মারা গেছে ১০ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৭৭২ এবং মৃত্যু ১২০।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্যমতে-ঢাকা শহর, ঢাকা জেলাসহ দেশের বেশ কিছু জেলায় করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে।

দেখে নিন কোন কোন জেলায় ছড়াল করোনাভাইরাস-


সানবিডি/ঢাকা/এসএস