সাধারণের জন্য নিজের হাতে মাস্ক বানালেন রাষ্ট্রপতির স্ত্রী

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৪-২৩ ১২:৪৫:১৯


প্রাণঘাতী করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে শামিল হলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের স্ত্রী সবিতা কোবিন্দও। ভারতের ফার্স্ট লেডি সবিতা সম্প্রতি রাষ্ট্রপতি ভবন শক্তি হাটে বসে নিজের হাতে বানিয়েছেন ঘরোয়া মাস্ক।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, সবিতার হাতে বানানো মাস্ক বিতরণ করা হয় দিল্লির বিভিন্ন আশ্রয়কেন্দ্রে। সবিতা নিজেও পরেছিলেন লাল রঙের কাপড়ের তৈরি মাস্ক।

মাস্ক বানিয়ে সবাইকে বিতরণের মাধ্যমে সবিতার বার্তা, এভাবেই নিজের মুখ ঢেকে করোনা রোগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে যেন লড়াই চালান দেশবাসী। নিজেকে সুরক্ষিত রাখার বার্তাও পাঠান একইসঙ্গে।

দেশটিতে ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বাড়ছে রোগমুক্তির সংখ্যাও। এই সময় কীভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে সংক্রমণ এড়ানো যেতে পারে তার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরাও।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডোমিটার’ এ প্রকাশিত তথ্য মতে, ভারতে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৪৫০ জন। প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন ৬৮১ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪ হাজার ৩৭৬ জন।
সানবিডি/ঢাকা/এসএস