পিএসসি’রপিএসসি’র সাবেক চেয়ারম্যানের মৃত্যুতে অর্থমন্ত্রীর শোক
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৪-২৩ ১৪:২৭:০৫
সাবেক চেয়ারম্যান ও সাবেক মন্ত্রীপরিষদ সচিব ড. সা’দত হুসাইন এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি একজন বিশিষ্ট আমলা হিসাবে ড. সা’দত হুসাইন এর অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।
উল্লেখ্য, মুক্তিযোদ্ধা ড. সাদত হুসাইন (৭৩) আজ ২২ এপ্রিল ২০২০ (বুধবার) দিবাগত রাত আনুমানিক ১০:৩০ টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
উল্লেখ্য, তিনি মস্তিষ্কে রক্তক্ষরণ (ব্রেন স্ট্রোক)এর পাশাপাশি কিডনির সমস্যা, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছিলেন।
সানবিডি/ঢাকা/এসএস