প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২ কোটি টাকা অনুদান দেবে বিএসইসি

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৪-২৩ ১৪:২৮:৫৭


পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিলে ২ কোটি টাকা অনুদান দেবে । বৃহস্পতিবার কমিশন এই অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মো. সাইফুর রহমান বলেন, চলমান করোনাভাইরাসে সৃষ্ট মহামারিতে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ২ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত এক জরুরী সভায় কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে পুঁজিবাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে করোনাভাইরাসে বিভিন্নভাবে অসহায় মানুষদের সহযোগিতায় এগিয়ে এসেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন (বিএমবিএ)। এই দুই প্রতিষ্ঠান থেকে অসহায় মানুষদের খাদ্রসামগ্রী বিতরন করা হয়।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস