পুলিশের ওপর হামলা মামলায় রাবি শিক্ষক জেলহাজতে

আপডেট: ২০১৫-১২-০৪ ১৯:৫৭:০৪


RU.Rabiরাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আমিরুল ইসলামকে পুলিশের উপর হামলার মামলায় গ্রেফতার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করেছে নগরীর মতিহার থানা পুলিশ। শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জামায়াতপন্থী ওই শিক্ষককে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবির এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয় পাশ্ববর্তী বিনোদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে রাজশাহী মহানগর পুলিশ। এ ব্যাপারে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ২০১৩ সালের ১৭ মার্চে দায়ের করা পুলিশের ওপর হামলার মামলায় রাবির শিক্ষককে গতকাল (বৃহস্পতিবার) রাতে গ্রেফতার করা হয়। আজ (শুক্রবার) আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।