প্রফেসর জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে শিল্পমন্ত্রীর শোক
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৪-২৮ ১১:৫৯:৩০
জাতীয় অধ্যাপক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি।
মঙ্গলবার এক শোক বাণীতে শিল্পমন্ত্রী বলেন, ড. জামিলুর রেজা চৌধুরী ছিলেন বাংলাদেশের প্রকৌশল জগতের এক উজ্জ্বল নক্ষত্র। একজন খ্যাতনামা প্রকৌশলী, গবেষক, শিক্ষাবিদ, বিজ্ঞানী ও তথ্য-প্রযুক্তিবিদ হিসেবে তার সুনাম দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও বিস্তৃত ছিল। বিরল প্রতিভার অধিকারী এই শিক্ষাবিদের মৃত্যুতে বাঙালি জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
শিল্পমন্ত্রী মরহুম জামিলুর রেজা চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সানবিডি/এসকেএস