সরকারি চাল আত্মসাতের অভিযোগে ছেলেসহ আ.লীগ নেতা আটক

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৪-৩০ ১৭:২৩:৩৯


মৌলভীবাজারের কমলগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল আত্মসাত করে তা কালোবাজারে বিক্রি অভিযোগে ছেলেসহ এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে র‌্যাব-৯। এ সময় তাদের কাছ থেকে ২১০ কেজি চাল জব্দ করা হয়েছে।

গতকাল বুধবার রাতে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন- উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু আব্দুল্লাহ্ (৫৫) ও তার ছেলে আজিজুর রহমান (২৮)।

র‌্যাব জানায়, আটককৃতদের বিরুদ্ধে বেশ কয়েক দিন ধরে খাদ্যবান্ধব কর্মসূচি ১০ টাকা কেজি দরের চাল আত্মসাত করে তা কালোবাজারে বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছিল। এ অভিযোগ তদন্তে কমলগঞ্জের সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের উপকারভোগী লোকদের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা পায় র‌্যাব। পরে গতকাল বুধবার রাত সোয়া ১২টার দিকে অভিযান চালিয়ে ১০ টাকা কেজি দরের চালের ডিলার আবু আব্দুল্লাহ্ এবং তার ছেলেকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২১০ কেজি চাল জব্দ করা হয়।

র‌্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক এএসপি আনোয়ার হোসেন শামিম বলেন, ‘এসব চাল গরিবের জন্য প্রধানমন্ত্রীর উপহার। ডিলার আবু আব্দুল্লাহ দীর্ঘদিন ধরে উপকার ভোগীদের টিপসই জাল করে চাল আত্মসাত করে তা বিক্রি করে আসছিলেন। এ অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
সানবিডি/ঢাকা/এসএস