বিএসইসিকে ডিবিএর ধন্যবাদ, পুঁজিবাজারের উন্নয়নে কাজ করার প্রত্যয়

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২০-০৫-০১ ১৭:৩২:০৯


ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট (ট্রেক) বিধিমালা প্রণয়ন কার্যক্রম স্থগিত করার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) ধন্যবাদ জানিয়েছেন ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এর সভাপতি শরীফ আনোয়ার হোসেন।

তিনি বলেন, অন্যান্যদের মতো ডিবিএর পক্ষ থেকেও ট্রেক বিধিমালা প্রণয়ন কার্যক্রম স্থগিত করার জন্য গত ৩১ মার্চ কমিশনে আবেদন করা হয়। সর্বোপরি বিএসইসি ট্রেক বিধিমালা প্রণয়ন কার্যক্রম স্থগিত করেছে। এজন্য কমিশনকে আন্তরিক ধন্যবাদ।

পুঁজিবাজার এবং এরসঙ্গে সম্পৃক্ত সকল স্টেকহোল্ডারদের সার্বিক উন্নয়নে কমিশন অতীতের ন্যায় ভবিষ্যতেও যেকোন বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিবে বলে আশা প্রকাশ করেন ডিবিএ সভাপতি।

তিনি বলেন, এই মুহুর্তে পুঁজিবাজারকে সচল করে তোলাই আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। দীর্ঘদিন ধরে পুঁজিবাজারের মন্দা পরিস্থিতি কাটিয়ে তুলতে এরসঙ্গে জড়িত লক্ষ লক্ষ বিনিয়োগকারী, ব্রোকার্স ও স্টেকহোল্ডারদের উন্নয়নে আমরা ইতিমধ্যে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছি। যেসব উদ্যোগ পুঁজিবাজারকে সচল ও সক্রিয় করবে। এছাড়া পুঁজিবাজার উন্নয়নে কমিশনও অগ্রণী ভূমিকা পালন ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস