এক দিনে করোনায় মৃত্যু ৫, আক্রান্ত ৫৫২
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৫-০২ ১৪:৫৯:০৬
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৭৫ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৫৫২ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৭৯০ জনে।
শনিবার (২ মে) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
বুলেটিনে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরসহ ৩২টি প্রতিষ্ঠানে ৫ হাজার ৮২৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আরো ৫৫২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৭৯০ জনে।
আক্রান্ত রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় তিন জন পুরুষ ও দুই জন নারীসহ মারা গেছেন ৫ জন। তারা সবাই ঢাকায় মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৭৫ জনে।
গত ২৪ ঘণ্টায় আরো ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট ১৭৭ জন সুস্থ হলেন।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
সানবিডি/এসকেএস