আখতারুজ্জামান চৌধুরী বাবুর ৭৫তম জন্মদিন আজ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৫-০৩ ১৪:০২:০৭


বর্ষিয়ান রাজনীতিবিদ আখতারুজ্জামান চৌধুরী বাবুর ৭৫ তম জন্মদিন আজ রোববার। বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য,চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি,আনোয়ারা কর্ণফুলি থেকে বার বার নির্বাচিত সংসদ সদস্য,মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক বর্ষিয়ান রাজনীতিবিদ প্রয়াত জননেতা আখতারুজ্জামান চৌধুরী বাবুর ৭৫তম জন্মদিন আজ (৩ মে)।

১৯৪৫ সালের ৩রা মে চট্টগ্রামের আনোয়ারা থানার হাইলধর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম জমিদার পরিবারে জন্মগ্রহন করেন। তার পিতা নুরুজ্জামান চৌধুরী ছিলেন আইনজীবি ও জমিদার,তার মাতার নাম খোরশেদা বেগম এবং স্ত্রী নুর নাহার জামান চৌধুরী।

বিশাল হৃদয়ের অধিকারী জননেতা আখতারুজ্জামান চোধুরী বাবু সকল মানুষের বিপদে আপদে দরদী হৃদয় নিয়ে এগিয়ে আসতেন,সাহায্যের হাত বাড়িয়ে দিতেন,তিনি সকলের নিকট দানবির বাবু মিঞা নামে পরিচিত ছিল। যার ব্রত ছিল মানব কল্যান,আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ করেছেন মানব কল্যানের জন্যই,তিনি আমৃত্য তাই করেছেন। দলের দুঃসময়ে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে রাজপথে তার সরব উপস্থিতি প্রতিটি নেতাকর্মীর মাঝে প্রাণ সঞ্চার করত। দূর্দিনে সময়ের প্রয়োজনে তিনি কখনো নিলিপ্ত থাকেনি।

বৃহত্তম চট্টগ্রামের আওয়ামী রাজনীতির অভিভাবক আখতারুজ্জামান চৌধুরী বাবুর স্মৃতি চিরঞ্জীব হয়ে থাকবে।

সানবিডি/এসকেএস